ঢাকা: নারী স্বাস্থ্য উন্নয়নে অবদান রাখায় জাতিসংঘের 'গ্লোবাল উইমেন অব অ্যাকশান' স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের রোটারিয়ান ডা. হাসরাত আরা বেগম।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রোটারি ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর এস এ এম শওকত হোসেন বলেন, রোটারি ডে উপলক্ষে বিশ্বে ছয় নারীকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে এ স্বীকৃতি পেয়েছেন রোটারিয়ান ডা. হাসরাত।
রোটারি ডে উপলক্ষে ০৭ নভেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট কে আর রবিন্দ্রন উপস্থিতি থাকবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রোটারিয়ান জয়নাল আবেদিন, আবুল খায়ের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমএ/এফবি/আরএ