ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাবিতে সম্মিলিত সাংস্কৃতির জোটের বিক্ষোভ মিছিল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
শাবিতে সম্মিলিত সাংস্কৃতির জোটের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লেখক-প্রকাশকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

মঙ্গবার (০৩ নভেম্বর) দুপুর ১টায় দিকে শাবিপ্রবি’র কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে  মিছিল করেন তারা।



পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়।

সাংস্কৃতিক জোটের আহবায়ক গিয়াস বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জোটের সাবেক আহবায়ক সারোয়ার তুষার, দিক থিয়েটার সভাপতি আসাদুজ্জমান নয়ন, সাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি সাদাত সাদিক ও অমি প্রমুখ।

বক্তারা বলেন, হত্যা করে তরুণ, সৃজনশীল ও প্রগতিশীল লেখক-প্রকাশকদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখা যাবে না। কলমের জবাব যেন অস্ত্র দিয়ে দেওয়া না হয়।

তারা এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্যে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।