ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জীবননগরে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
জীবননগরে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরে একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ জহুরুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলা শহরের আশঁতলাপাড়া গ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।



এ সময় একটি শাটারগান, তিনটি এয়ারগান ও ২৪ ধরনের আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

জহুরুল ইসলাম উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে আশঁতলাপাড়া গ্রামে জমি কিনে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি নিজেকে সেলাই মেশিন হুড তৈরির মিস্ত্রি পরিচয় দিতেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার বাংলানিউজকে জানান, জহুরুলের সঙ্গে  কাদের যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।