আবুধাবি বিমানবন্দর থেকে: নেদারল্যান্ডসের পথে আবুধাবি বিমানবন্দরে পৌঁছে সেখানে যাত্রাবিরতি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় দুপুর ১টা ০৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১০২৭ আবুধাবি বিমানবন্দরে অবতরণ করে।
এখান থেকে প্রায় পাঁচ ঘণ্টার যাত্রাবিরতির পর ভিভিআইপি ফ্লাইট বিজি-১০২৭ যোগে নেদারল্যান্ডস'র অ্যামস্টার্ডামের উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।
সেখানে স্কিফল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নেদারল্যান্ডস'র অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি সুলজ ভ্যাঁ হেগেন, নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল ও বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা সেখানে তাকে স্বাগত জানানোর কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল সোয়া ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার কয়েকজন সদস্য, তিনবাহিনী প্রধানরাসহ কূটনীতিক কোরের সদস্যবৃন্দ।
সফরকালে দ্য হেগ’র গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউস-এ অবস্থান করবেন প্রধানমন্ত্রী।
ঢাকায় তার কার্যালয় থেকে জানানো তথ্য অনুযায়ী ৪ নভেম্বর সকালে নেদারল্যান্ডস’র বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লাউম্যান ও অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি সুলজ ভ্যাঁ হেগেন গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউস দ্য হেগ-এ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সাক্ষাতের পর ওই দিনই প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ব-দ্বীপ অঞ্চল পরিদর্শন করবেন। এরপর জাহাজযোগে পোতাশ্রয় পরিদর্শনে যাবেন ফিউচারল্যান্ড। সেখানে মধ্যাহ্নভোজ শেষে তিনি আবার হোটেলে ফিরবেন।
ওই দিনই নেদারল্যান্ডস'র রানি ম্যাক্সিমা সেরুটির সঙ্গে সাক্ষাৎ করতে রয়্যাল প্যালেসে যাবেন। এবং রানির সঙ্গে সাক্ষাৎ শেষে শেখ হাসিনা নেদারল্যান্ডস'র প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবে তার সরকারি বাসভবনে। ওই বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন। এরপর প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।
সফর শেষে আগামী ৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বাংলাদেশ সময় ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমএমকে
** নেদারল্যান্ডস'র পথে প্রধানমন্ত্রী