ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আবারও শুরু হচ্ছে ‘ইনোভেশন এক্সট্রিম’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
আবারও শুরু হচ্ছে ‘ইনোভেশন এক্সট্রিম’ ছবি : সংগৃহীত

ঢাকা: প্রথমবার সফল আয়োজনের পর এ বছর আবারও শুরু হচ্ছে এসডি এশিয়া আয়োজিত ‘ইনোভেশন এক্সট্রিম’। বাংলাদেশের উদ্যোক্তা সমাজকে বিনিয়োগকারী, দেশি-বিদেশি মিডিয়া, করপোরেট প্রফেশনালদের সামনে তুলে ধরবে এই ইভেন্ট।



দেশের সব চেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের স্পন্সর করা ‘ইনোভেশন এক্সট্রিম’ ইভেন্টটি আগামী ডিসেম্বর ৫ র‌্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হবে।

গ্রামীণফোনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছরের অনুষ্ঠানের মূল ভাব ‘বাংলাদেশ: দি নেক্সট টেক ফ্রন্টিয়ার’।

এই ইভেন্টের মাঝেই ‘ইনোভেশন ইন বাংলাদেশ’ নামে থিম নাম নিয়ে নতুন স্টার্টআপগুলো তাদের প্রোজেক্ট শোকেস করার সুযোগ পাবে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে জানানো হয়, এবারের ইভেন্টে আরও থাকবে সফলতার গল্প। এবছরের ইভেন্টে টেক এবং আইটি স্টার্টআপগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।

সেরা পাঁচ স্টার্টআপ পুরস্কার হিসেবে উপভোগ করতে পারবে ফেসবুকের ৫০ হাজার মার্কিন ডলার সমমানের স্টার্টআপ প্যাকেজ।

ইভেন্টে ছাত্র, উদ্যোক্তা, ডেভলপার, কর্পোরেট ব্যক্তিত্ব, বিনিয়োগকারী, এনজিও, আন্তর্জাতিক সংস্থা এবং দেশ বিদেশের মিডিয়া ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।

গ্রামীণফোনের ডিরেক্টর (মার্কেটিং) নেহাল আহমেদ ইভেন্টটি সম্পর্কে বলেন, গ্রামীণফোনের লক্ষ্য সবার জন্য ইন্টারনেট পৌঁছে দেয়া, কারণ আমরা সারা বাংলাদেশে ইন্টারনেটভিত্তিক সেবা চাহিদা বৃদ্ধি পেতে দেখছি।

‘এই লক্ষ্য অর্জনে আমরা সচেতনতা, সুলভ ডিভাইস এবং আকর্ষণীয় কন্টেন্ট- এই তিন বিষয়কে মাথায় রেখে পরিকল্পনা করছি। ইনোভেশন এক্সট্রিমের স্পন্সর হিসেবে আমরা উদ্যোগতা এবং র্স্টাটআপগুলোর ক্ষমতায়নের মাধ্যমে ভবিষ্যতে ডিজিটাল কানিকটিভিটি আরও বাড়িয়ে দিতে চাই। ’

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ বছরের মধ্যে বাংলাদেশের মানুষ ব্যক্তিগত বা প্রতিষ্ঠানিকভাবে গ্লোবাল বিজনেস কমিউনিটিতে সম্মানজনক স্থান অর্জন করে নেবে।
 
এবারের ‘ইনোভেশন এক্সট্রিম’ ইভেন্টের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরা, যাতে এই শিল্প আগামী তিন বছরের মধ্যে এক বিলিয়ন ডলার আয় করতে পারে।

এসডি এশিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মোস্তাফিজুর রাহমান জানান, এক দিনের ‘ইনোভেশন এক্সট্রিম’ ইভেন্টে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় স্টার্টআপগুলো তাদের প্রজেক্ট তুলে ধরার সুযোগ পাবে। একই ছাদের নিচে এই ইভেন্টে উদ্যোক্তা, বিনিয়োগকারীদের নিয়ে আসবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির।

ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, ফেসবুক, মাইক্রোসফট, বোস্টন কন্সাল্টিং গ্রুপ, সিগনাল ভেঞ্চার্স, মাস্টার্কার্ড, আইএমজে ইনভেস্টমেন্ট পার্টনার্স, ম্যাজিক অ্যাকসেলারেটর, সহজ.কম, গো বিডি, বিডি জবস, চালডাল ডটকম, এইটরোডস ভেঞ্চার এবং এসডি এশিয়াসহ অনেক প্রতিষ্ঠান এতে অংশ নেবে।

www.innovationxtreme.co ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

এই ইভেন্টটির গোল্ড পার্টনার মাইক্রোসফট, মিডিয়া পার্টনার থাকবে ফেসবুক এবং টেক ইন এশিয়া।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমআইএইচ/আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।