ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পরিবারের দাবি

তাবেলা হত্যায় গ্রেফতার রাসেল 'নির্দোষ'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
তাবেলা হত্যায় গ্রেফতার রাসেল 'নির্দোষ' ছবি :সোহাগ / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: ইতালীয় নাগরিক তাবেলা হত্যায় গ্রেফতার রাসেলকে নির্দোষ বলে দাবি করেছেন তার পরিবার। একই সঙ্গে 'নির্দোষ' ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন রাসেলের মা আফরোজা আক্তার।



মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রাসেলের পরিবারের পক্ষ থেকে এ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে রাসেলের মা  আফরোজ আক্তার  বলেন, ১০ অক্টোবর আনুমানিক বেলা ১১টার দিকে আমার ছেলে (রাসেল) তার বাবার সংগে বাসায় টেলিভিশন দেখছিল, এ সময় ৪ জন লোক হঠাৎ করে আমার দক্ষিণ বাড্ডার বাসায় ঢুকে তাকে জোর করে তুলে নিয়ে যায়।

এরপর থেকে আমরা তাকে অনেক জায়গায় খোঁজ করেও সন্ধান পাইনি। ২৬ অক্টোবর ঢাকার পুলিশ কমিশনার সংবাদ সম্মেলন করে আর সেখানে আমরা রাসেলকে দেখতে পাই' বলে জানান তিনি।

রাসেলের মা আরো বলেন, পুলিশ দাবি করছে গুলশানে  বিদেশি হত্যাকাণ্ডের সংগে রাসেল জড়িত, কিন্তু আমরা এমন কিছু জানি না। 'আমার ছেলে নির্দোষ। সে ষড়যন্ত্রের শিকার। '

তিনি বলেন, প্রকৃত দোষীদের শাস্তি দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল হত্যাকারীদের গ্রেফতার করে আমার নির্দোষ রাসেলকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে রাসেলের বাবা শাজাহান চৌধুরীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমএ/এফবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।