ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
শ্রীপুরে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে বাড়ির মালিকের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার নয়নপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ।

গ্রেফতার ধর্ষকের নাম মেহেদী হাসান (১৮)। তিনি উপজেলার মাওনা উত্তর পাড়ার মফিজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. হারুন অর রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, মেহেদী ওই শিশুকে ধর্ষণের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বাংলানিউজকে বলেন, শিশুটির পরিবার রংপুরের পীরগঞ্জের বাসিন্দা। দুই বছর যাবত উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়ার মফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো তারা। বাবা রাজমিস্ত্রি এবং মা স্থানীয় জাবের স্পিনিং মিলে অপারেটর পদে চাকরি করেন। গত রোববার (১ নভেম্বর) বিকেলে শিশুটিকে ফুসলিয়ে মেহদী তার শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করে।

এ ব্যাপারে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যতন আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।