গাজীপুর: গাজীপুরের টঙ্গী থানা এলাকা থেকে অভিযান চালিয়ে নাশকতা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (০৩ নভেম্বর) ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, টঙ্গীর বিভিন্ন স্থানে সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। এ সময় নাশকতা তৈরির আশঙ্কা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে আটক করা হয়।
আটকদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয় বলেও জানিয়েছেন আমিনুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
আইএ