ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ২২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
সাভারে ২২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ‍অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।



ছিনতাইয়ের শিকার দুই ব্যবসায়ী হলেন, সিঙ্গাইল এলাকার হাবিবুর ও ছাইদুর রহমান।

হাবিবুর বলেন, দুপুরে জমি রেজিস্ট্রেশনের জন্য সাভার বাজার ইসলাম ব্যাংক থেকে ২২ লাখ টাকা উত্তোলন করি। টাকা নিয়ে মোটরসাইকেলে করে ব্যাংক কলোনি এলাকায় পৌঁছালে, সন্ত্রাসীরা দু’টি মোটরসাইকেলে করে আমাদের গতিরোধ করেন। এসময় তারা প্রকাশ্যে অস্ত্র ও রামদা ঠেকিয়ে মারধর করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান।

এ বিষয়ে সাভার সার্কেল এএসপি রাসেল শেখ বাংলানিউজকে বলেন, আমরা খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি সম্পর্কে আমরা এখনও পুরোপুরি নিশ্চিত নই। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।