ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে বিদেশি পিস্তলসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বেনাপোলে বিদেশি পিস্তলসহ আটক ১

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে ১৮ ঘণ্টার ব্যবধানে আবারো বিদেশি পিস্তলসহ ইলিয়াজ (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন রাজবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।


 
আটক অস্ত্র ব্যবসায়ী ইলিয়াজ বেনাপোলের রাজবাড়ি গ্রামের সুরুজ মোল্লার ছেলে।
 
পুলিশ জানায়, বেনাপোলের রাজবাড়ি গ্রামের এক বাড়িতে অস্ত্র বেচা-কেনা চলছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ইউএসএর তৈরি একটি বিদেশি পিস্তলসহ ইলিয়াজকে আটক করা হয়।
 
বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) ফিরোজ বাংলানিউজকে বলেন, আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে। বুধবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
 
এর আগে, সোমবার (০২ নভেম্বর) রাতে বেনাপোলের ঘিবা গ্রামের আহম্মদের ছেলে অস্ত্র ব্যবসায়ী মোস্তাফিজকে ইউএসএর তৈরি একটি বিদেশি পিস্তলসহ  বোয়ালিয়া বাজার থেকে আটক করে পোর্টথানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।