ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সমুদ্রবন্দর দেখতে বিদেশ যাচ্ছেন নৌ-প্রতিনিধিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
সমুদ্রবন্দর দেখতে বিদেশ যাচ্ছেন নৌ-প্রতিনিধিরা

ঢাকা: বিভিন্ন দেশের সমুদ্রবন্দর পরিদর্শনে যাচ্ছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে দলটি মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে মরিশাসের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।



মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বাংলানিউজকে এ তথ্য জানান।

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদলটি রাতে (৯টা ৫ মিনিট) ঢাকা ছাড়বে। মরিশাস, মিশরের আলেকজান্দ্রিয়া, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও নিউইয়র্ক সমুদ্র বন্দর সরেজমিনে পরিদর্শন করবেন তারা।

দলটি বিশ্বের বিভিন্ন সমুদ্রবন্দরের অবকাঠামো, অপারেশনাল কার্যক্রম এবং বন্দরের কার্গো হ্যান্ডলিং, শ্রমিক ব্যবস্থাপনা, বন্দরের নাব্যতা রক্ষার কৌশল, সার্বিক কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা নেবে।

প্রতিনিধিদলে রয়েছেন নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে থাকছেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, সদস্য মো. আব্দুল হাই, সদস্য এম আব্দুল লতিফ, সদস্য মো. আনোয়ারুল আজীম (আনার), সদস্য  মো. নুরুল ইসলাম সুজন, চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সদস্য শামসুল হক চৌধুরী এমপি, চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সদস্য ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির উদ্দীন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সদস্য (প্রকৌশল) কমডোর জুলফিকার আজিজ, মন্ত্রীর একান্ত সচিব এম এম তারিকুল ইসলাম এবং সভাপতির একান্ত সচিব ড. দয়াল চাঁন মন্ডল।  

এ সফর বন্দরগুলোর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং সার্বিক ব্যবস্থাপনাগত কাজের দক্ষতা বাড়াতে সহায়ক হবে বলে তারা মনে করছেন।

এছাড়া প্রতিনিধিদল বিভিন্ন সমুদ্রবন্দরের বৈদেশিক বিনিয়োগ ও ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করবে। এসব তথ্য দেশের সমুদ্রবন্দরগুলোর উন্নয়নের ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং তার সুষ্ঠু বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা তাদের।  

নৌপরিবহন মন্ত্রী মিশর থেকে ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসকেএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।