গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে শিশু নাজনীন (৭) হত্যার ঘটনায় তার মামাসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- নাজনীনের মামা রিপন ও রবিউল।
মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের নানার বাড়িতে নাজনীনকে গলাকেটে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের মা আসমা বেগম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত করে জানতে পারে, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজনীনের মামা রিপনকে সোমবার (০২ নভেম্বর) ঢাকার রামপুরা থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকা থেকে রবিউল নামে অপর একজনকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
তিনি আরও জানান, গ্রেফতারদের কাছ থেকে এ হত্যায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ সুলাইমান, সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, ওসি ডিবি আমির হোসেন, শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
আরএইচএস/এএ