ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ রোটারীর ২ কর্মকর্তাকে সম্মাননা দেবে জাতিসংঘ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বাংলাদেশ রোটারীর ২ কর্মকর্তাকে সম্মাননা দেবে জাতিসংঘ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সমাজসেবায় অসামান্য অবদানের জন্য রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশের দুই কর্মকর্তাকে সম্মাননা দেবে জাতিসংঘ।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন জাতিসংঘ সদর দফতরে রোটারী দিবস উপলক্ষে আগামী ০৭ নভেম্বর নিউইয়র্কে এ সম্মাননা দেবেন।

সম্মাননা নেবেন রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩২৮১ গভর্নর এসএএম শওকত হোসেন ও ডা. হাসরাত আরা বেগম।

মঙ্গলবার (০৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসএএম শওকত হোসেন বিষয়টি জানান।

সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট কে আর রাভি রবীন্দ্রন ও জাতিসংঘের পদস্থ কর্মকর্তারা।

সম্মেলনে সাবেক গভর্নর জয়নুল আবেদিন ও হাফিজুল্লাহ, অ্যাসিসটেন্ট গভর্নর আবুল খায়ের চৌধুরী, রোটারী নেতা আবদুস সালেক, ড. ইকবাল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।