ঢাকা: সমাজসেবায় অসামান্য অবদানের জন্য রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশের দুই কর্মকর্তাকে সম্মাননা দেবে জাতিসংঘ।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন জাতিসংঘ সদর দফতরে রোটারী দিবস উপলক্ষে আগামী ০৭ নভেম্বর নিউইয়র্কে এ সম্মাননা দেবেন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসএএম শওকত হোসেন বিষয়টি জানান।
সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট কে আর রাভি রবীন্দ্রন ও জাতিসংঘের পদস্থ কর্মকর্তারা।
সম্মেলনে সাবেক গভর্নর জয়নুল আবেদিন ও হাফিজুল্লাহ, অ্যাসিসটেন্ট গভর্নর আবুল খায়ের চৌধুরী, রোটারী নেতা আবদুস সালেক, ড. ইকবাল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএস