ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অষ্টগ্রামে মাদকসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
অষ্টগ্রামে মাদকসহ আটক ১

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় লিয়াকত আলী (৪৫) নামে একজনকে মাদকসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের বাজার থেকে আটক করা হয়।



লিয়াকত আলী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর আব্দুল্লাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, আব্দুল্লাহপুর বাজারে কনফেকশনারী দোকানে বসে লিয়াকত আলী অনেকদিন ধরে বিদেশি মদ ও বিয়ার বিক্রি করে আসছিল। মঙ্গলবার বিকেলে অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলামসহ পুলিশের একটি অভিযানিক দল লিয়াকত আলীর দোকান থেকে ৯ বোতল বিদেশি মদ ও ২১ ক্যান বিয়ার উদ্ধার করে। এ সময় লিয়াকত আলীকেও আটক করা হয়।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে  বাংলানিউজকে  জানান, লিয়াকত আলীকে অষ্টগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।