ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মোবাইল অপারেটরদের সঙ্গে ইসির চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
মোবাইল অপারেটরদের সঙ্গে ইসির চুক্তি

ঢাকা: সিম নিবন্ধনের ক্ষেত্রে নাগরিকদের তথ্য যাচাইয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে মোবাইল ফোন অপারেটরগুলো।
 
রাজধানীর আগারগাঁওয়ে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) শাখায় মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ফলে এখন থেকে তথ্য গোপন করে সিম চালানোর সুযোগ আর থাকলো না।
 
ইসি সচিব সিরাজুল ইসলাম জানান, আজ টেলিটক, বাংলালিংক, সিটিসেল, গ্রামীণ ফোন, রবি, এয়ারটেলের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে আবদ্ধ হয়েছে ইসি।

সম্প্রতি পরিচয় গোপন করে যাতে সিম ব্যবহার করা না যায়, সেজন্য মোবাইল কোম্পানিগুলোকে এনআইডি শাখাতে তথ্য যাচাইকরণ বাধ্যতামূলক করে দেয় সরকার। এরই ধারাবাহিকতায় অপারেটরগুলো ইসিতে আবেদন করে।

দেশের সিম রয়েছে ১৩ কোটির মতো আর ইসির কাছে ৯ কোটি ৬২ লাখ নাগরিকের তথ্য রয়েছে।
 
তথ্য যাচাইয়ে জন্য অপারেটরগুলোকে এককালীন ৫ লাখ টাকা ও ব্যক্তিপ্রতি এনআইডি তথ্য যাচাইয়ে দুই টাকা করে ইসিকে দিতে হবে।
 
এর আগে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও পাসপোর্ট অধিদফতরও ইসির তথ্য ভাণ্ডার থেকে ব্যক্তির পরিচয় যাচাই করার চুক্তি করেছে।
 
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।