ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে পিস্তল-গুলিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
পলাশবাড়ীতে পিস্তল-গুলিসহ যুবক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে জমি দখল করতে গিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ এন্তাজ আলী (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জাইতর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

 

এন্তাজ আলী ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পার কিশোরগাড়ী গ্রামের নয়া মিয়ার ছেলে।

কিশোরগাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহবুবর রহমান এন্তাজ আলীর দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জাইতর গ্রামের রহিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ৮০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমি একই গ্রামের সোহরাব হোসেন ওরফে চেংটুর ছেলে বেলাল গংরা নিজেদের বলে দাবি করে আসছিল।

সকালে রহিম উদ্দিনের লোকজন ওই জমিতে রোপিত আমন ধান কাটতে যায়। খবর পেয়ে বেলাল ও এন্তাজের নেতৃত্বে তাদের লোকজন অগ্নেয়াস্ত্র ও দেশিয় ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে গিয়ে এতে বাধা দেয়। এসময় বেলাল এন্তাজের হাত থেকে পিস্তল নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করে। এক পর্যায়ে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। অবস্থা বেগতিক দেখে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও এলাকাবাসীর হাতে আটক হন এন্তাজ আলী।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, পাঁচ রাউন্ড গুলি, দুটি হাসুয়া ও মোটরসাইকেলসহ এন্তাজকে আটক করা হয়।  

এন্তাজের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এ ঘটনার পর গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।