ঢাকা: ক্যাবল টিভি খাতে নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছে ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
মঙ্গলবার (০৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সন্ত্রাসী হঠাও ক্যাবল টিভি বাঁচাও’ শীর্ষক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মাহমুদ।
তিনি জানান, বর্তমানে দেশে ২৫টির বেশি টিভি চ্যানেল সম্প্রচারে রয়েছে। জাতীয় জীবনে এসব টিভির গুরুত্ব থাকা সত্ত্বেও এখাতে রয়েছে নানা সমস্যা। যা বর্তমানে প্রকট হয়ে দেখা দিয়েছে।
রাজনীতিক পরিচয়ে ‘পেশীবাজরা’ ক্যাবল টিভি নেটওয়ার্ক দখল করে নিচ্ছে বলেও অভিযোগ করেন এই কোয়াব নেতা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় ক্যাবল টিভি নেটওয়ার্কে মালিকদের না জানিয়ে পেশীশক্তি ব্যবহার করে সন্ত্রাসীরা মাসোহারা তুলে নিচ্ছে।
এ ধরনের ঘটনা রাজধানীর বাইরের বিভিন্ন জেলা-উপজেলায় হচ্ছে বলেও উল্লেখ করেন কোয়াব নেতারা।
এ সময় সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে সোহেল মাহামুদ বলেন, অবিলম্বে ক্যাবল টিভিখাতে এ ধরনের নৈরাজ্যর অবসান চাই। একই সঙ্গে ক্যাবল টিভি আইন ২০০৬ প্রয়োগ করে ব্যবসা নিরাপত্তা দেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে কোয়াব নেতা আকরামুল হক, শহিদুল ইসলাম, মাসুদ রানাসহ অন্যান্য জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমএ/এফবি/জেডএস