ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুই রেস্টুরেন্টকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
সিলেটে দুই রেস্টুরেন্টকে ১৭ হাজার টাকা জরিমানা ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে দু’টি রেস্টুরেন্ট থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজার লালদিঘীরপাড় এলাকায় অভিযান চালানো হয়।


 
অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির জন্য হকার্স মার্কেটের জনতা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং লালদিঘীরপাড়ের গোবিন্দার রেস্টুরেন্ট অ্যান্ড সুইটসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার ও শাহাদাত হোসেন।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এএএন/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।