ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৫০০ পিস ইয়াবাসহ সোহেল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় তাকে আটক করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে বলেন, বিকেলে মহানগর গোধূলি এক্সপ্রেসে করে চট্টগ্রাম থেকে কমলাপুর স্টেশনে এসে নামেন সোহেল। এরপর সিলেটগামী একটি ট্রেনের অপেক্ষায় করছিলেন তিনি। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, সোহেল কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় আসেন। ট্রেন বদলে তিনি আবার সিলেটে নিজ এলাকায় যেতে চেয়েছিলেন। কমলাপুর রেলওয়ে স্টেশনকে তিনি ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এসজেএ/আরএম