শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল কলেজ রোডের রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল অফিসে এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি ও শ্রীমঙ্গল রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট গোপাল দেব চৌধুরী।
এসময় রোটারি ক্লাবের সভাপতি নাঈম সরফরাজ, সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুল আম্বিয়া সুমন, মো. জামাল উদ্দিন আহমদ, অবিনাশ আচার্য, সিরাজুল ইসলাম চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুল আম্বিয়া সুমন বাংলানিউজকে বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েকশো রোগী চিকিৎসা সেবা নিয়েছেন।
সুমন আরও বলেন, যেসব রোগীর চোখে ছানি পড়েছে তাদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে ভর্তির মাধ্যমে অস্ত্রোপচারের ব্যবস্থা করেছি।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
বিবিবি/এএ