ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ১০ জেএসসি পরীক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ১০ জেএসসি পরীক্ষার্থী আহত ছবি: প্রতীকী

নাটোর: নাটোরের সিংড়ায় জেএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১০ জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় সিংড়ার চৌগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



আহতদের মধ্যে ভটভটি চালক আব্দুল খালেক (৩০) ও পরীক্ষার্থী মাহবুবুর রহমান (১৪) অবস্থা আশঙ্কাজনক। তাদের তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ও অন্যদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই সিংড়া উপজেলার চৌগ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, জেএসসি পরীক্ষা শেষে সন্ধ্যায় দু’টি ভটভটি গাড়িতে করে ১৬জন পরীক্ষার্থী সিংড়া উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিল। পাল্লা দিয়ে যাওয়ার সময় চৌগ্রাম বাজার এলাকায় একটির সঙ্গে অপর ভটভটির ধাক্কা লেগে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এসময় ভটভটি চালক আব্দুল খালেক ও পরীক্ষার্থী মাহবুবুর রহমানগুরুতর ভাবে আহত হয়। তাদের দু’জনের শরীর ভটভটির গরম ব্যাটারির পানিতে পুড়ে গেছে।

এছাড়া আহত জেএসসি পরীক্ষার্থী নাজমা, আলো, সোহান, সাব্বির ও শারফুল ইসলামসহ কয়েকজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল দুর্ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।