ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজকে কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র

খুলনাকে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
খুলনাকে নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই ছবি: মাঞ্জারুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা : রূপসা ও ভৈরব পাড়ের খুলনাকে একটি নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। আর এটি করতে চাই নগরীর বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে ‘পরামর্শক পরিষদ গঠন’ করে।



মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্যানেল মেয়র-১ আনিছুর রহমান বিশ্বাস ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এ কথা বলেন।

তিনি আরও বলেন,  বর্জ্য ও বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় প্রতিনিয়ত নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী। তাই জলাবদ্ধতা নিরসনে যা যা করা প্রয়োজন, তা আমি করবো।

প্রথমে কোন বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন জানতে চাইলে ভারপ্রাপ্ত মেয়র বলেন, আমার প্রথম কাজ হচ্ছে নগরীকে পরিষ্কার রাখা। খুলনা সিটি করপোরেশনের ২২টি খালসহ বিভিন্ন সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে যারা ভোগ করছেন, তা উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করা হবে।

তিনি বলেন, নগরীর সড়ক দ্বীপে নির্মিত বিভিন্ন ভাস্কর্যে বিভিন্ন দলের নেতা-কর্মীদের প্যানা-ফেস্টুন রয়েছে। যা শহরের সৌন্দর্যহানি করেছে। অবৈধ এসব বিলবোর্ড ও প্যানা-ফেস্টুন অপসারণ করা হবে।

নাগরিকদের জন্য যানজটমুক্ত পরিচ্ছন্ন নগরী উপহার দিতে নিজের অঙ্গীকারের কথা জানিয়ে আনিস বলেন, আধুনিক খুলনা গড়তে বেশকিছু পরিকল্পনা রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, নগরীর শিববাড়ী মোড়ে সর্বসাধারণের জন্য একটি ওয়াইফাই জোন প্রতিষ্ঠা করা।

খুলনা মহানগরীতে নাগরিক শাসন প্রতিষ্ঠা, নাগরিক পরিকল্পনার প্রবর্তন, নাগরিক মর্যাদা ও সম্মান সংরক্ষণ, মাদকবিরোধী খুলনা গড়া, সম্প্রদায়গত সম্প্রীতির ঐতিহ্য সংরক্ষণ, শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী সহায়ক কর্মকাণ্ড পরিচালনা, নারীর অধিকার প্রতিষ্ঠা, শহরবাসীর স্বাস্থ্য উন্নয়ন, পার্ক, উদ্যান ও বৃক্ষ সংরক্ষণ, ক্রীড়া, বিনোদন ও শরীর চর্চার সুযোগ সৃষ্টি, ভেজালমুক্ত খাদ্য সরবরাহ, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, শিল্প ও কলকারখানা স্থাপনে সহযোগিতা প্রদান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়নে সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি।

মশক নিধন প্রসঙ্গে ভারপ্রাপ্ত মেয়র বলেন, এখন থেকে সিটি করপোরেশন এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালিত হবে।

সবশেষে তিনি বলেন, আমি নগরবাসীর যে কোনো সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ।

আনিছুর রহমান বিশ্বাস খুলনা নগরীর ১৬ নং ওয়ার্ডে টানা তিন বার কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জানকে সাময়িক বরখাস্ত করা হলে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ১২ (২) উপধারা (১) অনুযায়ী, প্যানেল মেয়র-১ আনিছুর রহমান বিশ্বাস ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এমআরএম/আরএম

** কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র হলেন আনিস
** কে পাচ্ছেন নগর ভবনের দায়িত্ব
** ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরলেন মনি
** ‘যারে দিয়া কাজ হয় না তারে রাইখা লাভ কি’
** খুলনা সিটির মেয়র মনিরুজ্জামান সাময়িক বরখাস্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।