লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হোসেন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যা রায়পুর-লক্ষ্মীপুর সড়কের দালাল বাজার খোয়া সাগর দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসেন মিয়া রামগঞ্জ উপজেলার নাগদুম এলাকার বাসিন্দা আলী আহাম্মদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রায়পুর-লক্ষ্মীপুর সড়কে সিএনজিচালিত আটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত চারজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএইচ