ঢাকা: অপহরণের ২১ দিন পর বরকত উল্লাহ (৪০) নামের এক ব্যবসায়ীকে নরসিংদীর রায়পুর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১’র সহকারী পুলিশ সুপার (এসপি) মো. আকরামুল হাসান এ তথ্য জানান।
উদ্ধার বরকত উল্লাহ ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানাধীন চরগাছ এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
এ ঘটনায় নারীসহ দুই অপহরণকারীকে আটক করেছে র্যাব। আটকরা হলেন- এনায়েত খান (২৫) ও তার স্ত্রী কুলছুম আক্তার নদী (২২)।
র্যাব কর্মকর্তা আকরামুল হাসান জানান, গত ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরকত উল্লাহ ব্যবসায়িক কাজে বাসা থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে র্যাব-১’র উত্তরা কার্যালয়ে একটি অভিযোগ করা হয়।
কিছুদিন পর একটি মোবাইল ফোন থেকে কল করে এক নারী ভিকটিমের ভাই মো. আল আমিনকে জানায়, তার ভাই তাদের জিম্মায় আছে। এ সময় মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকা দাবি করা হয়।
ওই ফোন কলের সূত্র ধরে অপহরণকারীদের স্থান শনাক্ত করে সোমবার (০২ নভেম্বর) রাতে আশুলিয়ার ইটখোলা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী এনায়েত খান এবং তার স্ত্রী কুলছুম আক্তার নদীকে আটক করা হয়।
তবে এর আগেই ৩১ অক্টোবর ভোরে ভিকটিম বরকত উল্লাহকে নরসিংদী জেলার রায়পুর থানার নিলকুঠি রাস্তার পাশে হাত ও চোখ বাঁধা অবস্থায় ফেলে চলে যায় অপহরণকারীরা।
খরব পেয়ে র্যাব-১ বরকত উল্লাহকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
আকরামুল হাসান আরো জানান, আটকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা দু’জনই ভিকটিমের ভাই আল আমিনের কাছে মুক্তিপণ বাবদ ২০ হাজার টাকা দাবি করে আসছিল।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসজেএ/জেডএস