ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল, দুই বাংলার মিলনমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
সীমান্তে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল, দুই বাংলার মিলনমেলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে অনুষ্ঠিত হলো প্রীতি ভলিবল ম্যাচ।

দুই দেশের মধ্যে সম্প্রীতি ও আস্থা বৃদ্ধির লক্ষে মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দানাজপুর সীমান্তের ৩৪০ পিলার এলাকার জিরো পয়েন্টে এ খেলার আয়োজন করা হয়।



খেলায় রায়গঞ্জ ১৬৭ বিএসএফ ব্যাটালিয়ন ২-০ সেটে দিনাজপুর-২ বিজিবি ব্যাটালিয়নকে পরাজিত করে।
 
এদিকে, বিজিবি-বিএসএফের এ খেলা দেখতে জিরো পয়েন্ট এলাকায় ঢল নামে দুই বাংলার মানুষের। এ সময় পুরো এলাকা মিলনমেলায় ‍পরিণত হয়।

খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান ও ভারতের রায়গঞ্জ ১৬৭ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট লাক্ষমিন্দার সিং গিল। তারা বিজয়ী দল ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর-২ বিজিবির পরিচালক লে. কর্নেল আখতার ইকবাল।

এদিকে, ভলিবল খেলা উপলক্ষে আগেভাগেই দুপুর ১টায় খুলে দেওয়া হয় সীমান্তের গেট। এতে জিরো পয়েন্টে দুই বাংলার হাজারো মানুষ মিলিত হওয়ার সুযোগ পান।

এ সময় অনেককেই একে-অপরকে জড়িয়ে ধরে কয়েক আনন্দ প্রকাশ করতে দেখা যায়। এছাড়া পছন্দের খাবার লেনদেনও করেন অনেকে।

পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের লতিফুর রহমানের মেয়ে আলেফা খাতুনের বিয়ে হয়েছে ভারতের রায়গঞ্জ জেলার হেকন্তাবাদ থানার মালন জামাদার পাড়ায়। খেলা উপলক্ষে দীর্ঘ ১০ বছর পর দেখা হয় মেয়ের সঙ্গে। অনেক দিনের জমানো স্মৃতির ঝাঁপি খুলে বসেন বাবা-মেয়ে।
 
স্থানীয় যুবক আব্দুল খালেকের বোনের বিয়ে হয়েছে ভারতে। আজ বোন ও ভাগ্নে-ভাগ্নীদের সঙ্গে দেখা হলো তার। কথাও হলো। বোন ও তার সন্তানদের জন্য বাড়ি থেকে তৈরি করা আনা কিছুও খাবারও দিলেন তিনি।

ভারতে থাকা আলেফা খাতুনের মেয়ে দশম শ্রেণির ছাত্রী আফরোজা খাতুন খেলা দেখতে এসে দেখা পেলো নানার। সে জানায়, ১০ বছর আগে নানুকে দেখেছি। আজ আবার দেখা হলো। কি যে আনন্দ লাগছে বলে বোঝানো যাবে না।
অন্যদিকে, প্রীতি ভলিবল উপলক্ষে বিএসএফ আয়োজন করে মনোজ্ঞ সাংস্কৃতির অনুষ্ঠানের। অনুষ্ঠানে দুই দেশের মানুষ মেতে ওঠেন আনন্দ-উল্লাসে।
 
দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান বাংলানিউজকে জানান, দুই দেশের পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে এবং আস্থা বাড়াতে এ খেলার আয়োজন করা হয়েছে।

দুই দেশের সীমান্তবাসীদের দাবি প্রতিবছর এ ধরনের খেলার আয়োজন করা হোক।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।