ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ছয় বছর পর ‘বিডিএফ’

অংশ নিচ্ছে ৪০ আন্তর্জাতিক সংস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
অংশ নিচ্ছে ৪০ আন্তর্জাতিক সংস্থা

ঢাকা: প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সবচেয়ে বড় বৈঠক বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ)।
 
বিশ্বব্যাংক, এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) মতো ৪০টি উন্নয়ন সহযোগী সংস্থার সহ-সভাপতি পদমর্যাদার কর্মকর্তারা এতে অংশ নেবেন।


 
চলতি বছরের ১৫ ও ১৬ নভেম্বর ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিনব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হব।

এ উপলক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিবকে প্রধান করে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বিডিএফ বৈঠক আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছে।
 
এ বিষয়ে জানতে চাইলে ইআরডি’র অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদ বাংলানিউজকে জানান, প্রায় ছয় বছর পরে বিডিএফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করা যাচ্ছে, প্রায় ৪০টি উন্নয়ন সহযোগী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেবেন।
 
বিডিএফ ফোরামে কোন বিষয়টি অধিক গুরুত্ব পাবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। ফোরামে বাংলাদেশের চাওয়া-পাওয়া তুলে ধরা হবে। তবে  ২০১৬-২০ সাল মেয়াদে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার বিষয়টি বৈঠকে  আলোচনা করা হবে। এর বাইরে সরকারের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা ভিশন-২০২১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও দারিদ্র্য বিমোচনের বিষয় গুরুত্ব পাবে।
 
কয়েক দফায় উদ্যোগ নিয়েও বিশ্বব্যাংকের পদ্মা সেতু প্রকল্প নিয়ে সৃষ্ট জটিলতায় উচ্চ পর্যায়ের এ বৈঠক আয়োজন  করা সম্ভব হয়নি। সম্প্রতি দূরত্ব কমে আসায় দাতারা বিডিএফ বৈঠকে সম্মতি দিয়েছে।
 
সর্বশেষ ২০১০ সালের ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় বিডিএফ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সাতটি খাতে ২৫টি কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
 
ইআরডি সূত্র জানায়, দুই দিনব্যাপী বিডিএফ’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বাংলাদশে সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমআইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।