ঢাকা: দেশব্যাপী ৬৮টি কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা।
মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, শুধু কারা এলাকাই নয় আশপাশের বাসা-বাড়ি ঘিরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এক্ষেত্রে নাশকতার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এ নিয়ে প্রশ্ন করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বাংলানিউজকে বলেন, সার্বিক নিরাপত্তাই বাড়নো হয়েছে। সব সময়ই কারাগারে নিরাপত্তা থাকে, তবে আগের তুলনায় এখন একটু বেশি।
এর আগে, জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোবারক হোসেন বাংলানিউজকে জানান, নিরাপত্তার জন্য কাশিমপুর কারাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। মাঠে আছে র্যাব, পুলিশ ও গোয়েন্দাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসজেএ/আইএ
** কাশিমপুর কারাগারে নিরাপত্তা জোরদার