ঢাকা: শুরু হলো ‘দৈনিক নতুন কাগজ’র অনলাইন যাত্রা। পত্রিকা হিসেবে প্রকাশের আগে অনলাইন ভার্সন দিয়ে ভালো অবস্থান তৈরি করতে চান সংশ্লিষ্টরা।
সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে রিজেন্ট গ্রুপের কেন্দ্রীয় কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক নতুন কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহেদ।
উৎসবমুখর পরিবেশে কেক কেটে তিনি উদ্বোধন ঘোষণা করেন।
দল ও মতের উর্ধ্বে থেকে সত্যনিষ্ঠ ও বস্তুনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান মো. সাহেদ।
এজন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নতুন কাগজের প্রধান সম্পাদক কাজী সাইফুল বারী, নির্বাহী সম্পাদক দ্যুতিময় হোসেন বুলবুল, রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক, প্রধান বার্তা সম্পাদক এইচ এম জালাল আহমেদ, বার্তা সম্পাদক অনিল সেনসহ রিজেন্ট গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে পত্রিকাটির সাফল্য কামনা করে দোয়া করা হয়। নতুন কাগজের প্রিন্ট ভার্সন শিগগিরই বাজারে আসছে বলে জানান তারা।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসকেএস/জেডএস