ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শৈলী (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার মা শাহিদা মৃধা ডলি (৩৫) ও বোন সাহারা (৭)।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে কদমতলী পাটেরবাগ ২নং গলিতে এ ঘটনা ঘটে।
ডলি দুই মেয়েকে নিয়ে পাটেরবাগ ২ নং গলিতে বিল্লালের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। তার স্বামী আ. হান্নান মৃধা ইতালিতে থাকেন। বর্তমানে তিনি বাংলাদেশে আছেন।
ডলির স্বামী আ. হান্নান মৃধা, ওই বাড়ির ভাড়াটিয়া স্বপন, নাঈমসহ স্থানীয়রা সাহারা ও ডলিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
আ. হান্নান মৃধা বাংলানিউজকে বলেন, রাতে বাসায় ফিরে স্ত্রী ও দুই মেয়েকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি। কে বা কারা এ হামলা করেছে জানি না।
ডলি ও সাহারা’র আহতের খবর নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস।
কদমতলী থানার পরিদর্শক (অপারেশন) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে শৈলী নামে এক শিশু মারা গেছে। এছাড়া তার মা ও বোনকে কুপিয়ে আহত করা হয়েছে। বিষয়টি ডাকাতি কিনা খতিয়া দেখা হচ্ছে।
এদিকে ওই গলি দিয়ে যাওয়ার সময় জামাল আহমেদ নামে এক পথচারীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তাকেও ঢামেক হাসপাতালে আনা হয়েছে। তিনি জানান, ওই গলি দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় দৌড় আসা দুই যুবক তার সামনে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই তারা তার পিঠে ছুরিকাঘাত করেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এজেডএস/আরএম