মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মধুমতি নদীতে প্রাণআপ বিহারীলাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল।
বুধবার(০৪ নভেম্বর) দুপুরে নৌকাবাইচ ও মেলা অনুষ্ঠিত হবে।
মধুমতি নদীর এলাংখালী ঘাট এলাকায় মেলাকে ঘিরে লেগেছে উৎসবের ঢেউ। কয়েক বর্গমাইল এলাকা জুড়ে দোকানপাট বসতে শুরু করেছে। বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা মেলা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে নৌকার আকৃতির বিশাল মঞ্চ। পথে পথে শোভা পাচ্ছে বাহারি তোরণ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মাগুরা, নড়াইল, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা থেকে নৌকা ও মাঝিরা আসতে শুরু করেছেন। ২০টির বেশি নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন।
মেলাকে ঘিরে উপজেলা সদরের সর্বত্র সাজসাজ রব। এসব এলাকার লোকজনের বাড়িতে আত্মীয়স্বজনেরা আগেই এসে অবস্থান করছেন।
নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মাগুরা-২ আসনের এমপি অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার, বিশেষ অতিথি থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আশোক কুমার বিশ্বাস।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন হোসেন বাংলানিউজকে জানান,‘মেলার সব প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি সুষ্ঠুভাবে নৌকাবাইচ সম্পন্ন হবে। ’
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান- নৌকা বাইচ উপলক্ষে মেলার আইশ শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের সহায়তা নেওয়া হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুরো মেলা এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর নৌকা বাইচ সম্পন্ন হবে বলে তিনি আশা করেন।
বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
পিসি