ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক্টর সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক্টর সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক্টর সংঘর্ষে জালু মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।  

মঙ্গলবার(৩ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস সড়কের বিরাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত জালু ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকার তাহের মিয়ার ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাক্টরটির চালকের সহযোগী।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে জানান, কসবা থেকে ছেড়ে আসা আশুগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরে থাকা চালকের সহযোগী জালু গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে মহাসড়ক সংলগ্ন ঘাটুরা এলাকার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি আটক করা হয়েছে। তবে, চালক পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।