ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অসুস্থ বোনকে দেখে ফেরার পথে ভাই নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
অসুস্থ বোনকে দেখে ফেরার পথে ভাই নিহত ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অসুস্থ বোনকে দেখে মোটরসাইকেলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভাই নজরুল ইসলাম সাগর (২২)। এতে আহত হয়েছেন আরেক ভাই নুর ইসলাম (১৮)।


 
মঙ্গলবার(০৩ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত নজরুল ইসলাম রাজধানীর জুরাইন মিষ্টি গলি এলাকার আলমগীর হোসেনের ছেলে।

নিহতের আত্মীয়রা জানান, নজরুলের চাচাতো বোন শারমিন ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি। তাকে দেখে দুই ভাই মোটরসাইকেলে বাসায় ফেরার সময় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধোলাইরপাড় অংশে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম সাগর মারা যান। আহত নুর ইসলামকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেছে স্থানীয়রা।
 
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক(এসআই) ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
 
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এডেজএস/এসইউজে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।