ঢাকা: ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে (৯০)গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর) সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
তিনি হাঁপানি ও পেটের পীড়ায় ভুগছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন নূরজাহান বেগমের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সাংবাদিক মাহমুদা চৌধুরী।
বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত নূরজাহান বেগম ১৯২৫ সালের ৪ জুন জন্মগ্রহণ করেন। তিনি সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের কন্যা।
তিনি ভারত উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ পত্রিকার সূচনালগ্ন থেকে এর সম্পাদনার কাজে জড়িত। প্রায় ছয় দশক ধরে বেগম পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন নূরজাহান। তার ডাক নাম নূরী।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫ (আপডেট: ১০২৮ ঘণ্টা)
এমএমকে/টিআই