ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে পালিয়ে যাওয়া আসামি বন্দুকযুদ্ধে নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
বেনাপোলে পালিয়ে যাওয়া আসামি বন্দুকযুদ্ধে নিহত

বেনাপোল(যশোর): যশোরের বেনাপোলে পালিয়ে যাওয়া আসামি ইলিয়াছ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(০৫ নভেম্বর) ভোরে বেনাপোলের পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রামের চারাবটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ইলিয়াছ রাজবাড়ি সদরের কারচন্দ্রপুর গ্রামের সুরুজ মোল্লার ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বুধবার(০৪ নভেম্বর) দুপুরে আসামি ইলিয়াছকে পুলিশের পিকআপ ভ্যানে বেনাপোল থেকে যশোর আদালতে নেওয়া হচ্ছিল। এসময় পথিমধ্যে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পিকআপ ভ্যান উল্টে ৪ পুলিশ আহত হন। এসময় কৌশলে পালিয়ে যান ইলিয়াছ। এরপর থেকে তাকে বিভিন্ন স্থানে খোঁজা হচ্ছিল।

ভোরে পুলিশ সংবাদ পান ইলিয়াছ ভারতে পালিয়ে যাওয়ার জন্য বেনাপোল সীমান্তে অবস্থান করছেন। এ অবস্থায় পুলিশ ভারতের সীমান্তবর্তী এলাকা বেনাপোলের বারোপোতায় তাকে আটক করতে যায়। এসময় ইলিয়াছের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে ইলয়াছের সহযোগীদের গুলিতেই তিনি মারা যান। লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, আসামি পালানোর ঘটনায় পিকআপে থাকা এসআই ফিরোজ, কনস্টেবল ডালিম, মিজান ও পিকআপ ভ্যান চালক হামজাকে বেনাপোল পোর্ট থানা থেকে যশোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।