ময়মনসিংহ: ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চরপুলিয়ামারী এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো একজন।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চরপুলিয়ামারী এলাকার ব্রহ্মপুত্র হ্যাচারীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
৭নং চরনিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আনিসুজ্জামান সোহেল দুর্ঘটনার বিষটি বাংলানিউজকে জানান।
তিনি বলেন, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ব্রহ্মপুত্র হ্যাচারীর সামনে পৌছালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান ও দুই জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান।
তবে তাৎক্ষণিক নিহতদের মধ্যে মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন (৬০) নামে একজনের নাম পরিচয় জানা গেলেও আরেক জনের নাম পরিচয় জানা যায়নি।
নিহত কুতুব উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর এলাকায়।
তিনি আরো বলেন, এ দুর্ঘটনার পর থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
এদিকে ইউপি সদস্য ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ১ জন মারা গেছেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
বিএস