ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন রক্ষায় খাগড়াছড়িতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
সুন্দরবন রক্ষায় খাগড়াছড়িতে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: সুন্দরবন রক্ষার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ) খাগড়াছড়ি জেলা শাখা।

বৃহস্পতিবার(০৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এতে বক্তব্য রাখেন- বাসদের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক জাহেদ আহম্মেদ টুটুল,  সদস্য কবির হোসেন, নাজির হোসেন ও কৃষ্টি চাকমা প্রমুখ।

মানববন্ধন থেবে বক্তারা বলেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ না করলে প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে।

তাই জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখার স্বার্র্থে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট রোড হয়ে আবার শাপলা চত্বরে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।