নেদারল্যান্ডসের হেগ থেকে: মানুষের জন্য নিরাপদ ও উৎপাদনমুখী ব-দ্বীপ গড়তে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ (ব-দ্বীপ পরিকল্পনা) বাস্তবায়নে আরও নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতেও সম্মতি দিয়েছে দু’দেশ।
স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) রাতে নেদারল্যান্ডসের (ডাচ) প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে তার সরকারি বাসভবন ‘কাটশুইস’-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে এ সম্মতি আসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্ক রুটের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, বেসরকারি খাত উন্নয়ন, কৃষি, বন্দর উন্নয়ন, আইনের শাসন, পানি ব্যবস্থাপনাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা হয়।
দুই নেতার বৈঠক শেষে এ বিষয়ে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ঘন বসতিপূর্ণ ব-দ্বীপ অঞ্চলের সংহতির মাধ্যমে বিশ্বকে আরও নিরাপদ ও অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় করতে দুই প্রধানমন্ত্রী এক সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ব-দ্বীপ প্রকৃতির কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দু’দেশের মধ্যে ব-দ্বীপ ব্যবস্থাপনা, পানি সম্পদ ব্যবস্থাপনাসহ অন্যান্য ক্ষেত্রগুলোতে ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ রয়েছে।
এই প্রেক্ষিতে দুই প্রধানমন্ত্রী চলতি বছরের জুনে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ‘সমৃদ্ধ বাংলাদেশের জন্য সম্ভাবনাময় ও টেকসই ব-দ্বীপ ব্যবস্থাপনা’ শীর্ষক একটি সমঝোতা স্মারক এবং ‘বাংলাদেশে ভূমি উদ্ধার ও পরিমাণ বৃদ্ধি’ বিষয়ে একটি ‘অঙ্গীকার পত্র’র বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের ব-দ্বীপ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের প্রশংসা করে ডেল্টা (ব-দ্বীপ) পরিকল্পনা ২১০০ বাস্তবায়নে দেশটির সহযোগিতার জন্য মার্ক রুটকে ধন্যবাদ জানান।
শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এর অধীনে দীর্ঘ মেয়াদী সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর অংশীদারিত্ব ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার বিষয়ে ডাচ প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন।
দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ক্রমবর্ধমান সংহত পারস্পরিক লাভজনক অংশীদারিত্বমূলক সর্ম্পকের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। দ্বিপাক্ষিক সর্ম্পক আরও শক্তিশালী করতেও দুই প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক সর্ম্পকই দ্বিপাক্ষিক সর্ম্পক শক্তিশালী করার প্রধান উপাদান বলে বৈঠকে মত দেন দুই নেতা। দু’দেশের রপ্তানি সর্ম্পকে তারা সন্তোষ প্রকাশ করেন এবং তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশে সরাসরি বিনিয়োগ উৎসাহিত করতে বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন শেখ হাসিনা।
এ সময় তিনি ওষুধ, চামড়া, কৃষি প্রক্রিয়াজাত, লাইট ইঞ্জিনিয়ারিং, পাট, জাহাজ নির্মাণ, বিদ্যুৎ-জ্বালানি, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, পানি সম্পদ ব্যবস্থাপনা ও মেরিন, তথ্যপ্রযুক্তি এবং পর্যটনসহ বিভিন্ন খাতে ডাচ ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানান।
বৈঠকে ডাচ প্রধানমন্ত্রী বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তাদের এ আগ্রহের বিষয়ে সরকারের বিবেচনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তৈরি পোশাক শিল্পকে আদর্শ টেকসই শিল্পায়নে পরিণত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা মার্ক রুটকে জানান শেখ হাসিনা।
এক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘অ্যাকসেস টু ফাইন্যান্স’ ও ‘ফেয়ার প্রাইসিং’ (ন্যায্য মূল্য) বিষয়ে ডাচ প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এমইউএম/এইচএ/
** তাকলাগানো অর্থনৈতিক অগ্রগতিতে ডাচ রানির প্রশংসা
** বাংলাদেশ-নেদারল্যান্ডস ৪ দলিল সই
** আরো ডাচ বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
** ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সহযোগিতা করবে নেদারল্যান্ডস