ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধুনট উপজেলা প্রশাসনের প্রতিবাদ সমাবেশ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
ধুনট উপজেলা প্রশাসনের প্রতিবাদ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট(বগুড়া): উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তর সমূহের বেতনভাতা ও সব আর্থিক বিষয়ে ইউএনও’র অন্যায্য স্বাক্ষরসহ অন্যান্য সিদ্ধান্তের প্রতিবাদে বগুড়ার ধুনটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে প্রকৃতি-বিসিএস সমন্বয় কমিটি (২৬ ক্যাডার) নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস ধুনট উপজেলা শাখা।



ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওবাইদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সালাউদ্দিন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন মণ্ডল ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ক.ম সানাউল মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫ 
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।