ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
বেনাপোলে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

বেনাপোল (যশোর): অনুপ্রবেশের অভিযোগে ভারতের ২৪ পরগনা বনগাঁ সীমান্ত থেকে ১৫ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটকের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর ২টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে এদের আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর হরা হয়।



আটকরা হলেন- ঢাকার নূর মোহাম্মদের ছেলে সোহেল, ফেনীর আব্দুল খালেকের ছেলে ইসরাফিল, যশোরের নূর হোসেনের মেয়ে তানিয়া, ছাত্তার শেখের মেয়ে সুফিয়া, হারাধন বিশ্বাসের ছেলে অন্য বিশ্বাস, জাবেদ আলীর মেয়ে তহমিনা, তরিকুল সিকদারের ছেলে আব্দুল লতিফ, ফরিদপুরের আবুল শেখের মেয়ে সুরাইয়া বিশ্বাস, আবু আকুলের মেয়ে রুমা, ঢাকা ফতুল্লার সিরাজ ব্যাপারীরর মেয়ে জেবা আক্তার, নারাণগঞ্জের নিপনের মেয়ে টুম্পা, জুতি বিশ্বাসের মেয়ে হারাধন বিশ্বাস, মুনসিগঞ্জের মোতাহার শেখের ছেলে শাহিন শেখ, আব্দুল আলমের ছেলে আরাফাত ও কুমিল্লার আব্দুস ছালামের ছেলে ছোটন মিয়া।

বিজিবি জানায়, আটক হওয়া বাংলাদেশি নারী-পুরুষদের ভালো কাজের প্রলোভনে দালাল চক্র সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরবর্তীতে এসব নারী-পুরুষেরা আবার ফেরার সময় বিএসএফ সদস্যরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তাদের আটক করে। এসময় মানবিক কারণে আটকদের ভারতীয় পুলিশের হাতে না দিয়ে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করে।  

২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, আটক বাংলাদেশিদের অনুপ্রবেশের অভিযোগে দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হবে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।