ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
খাগড়াছড়িতে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: প্রকৃত পেশা ভিত্তিক প্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কর্তৃত্ব বাতিলসহ  ৬ দফা দাবিতে খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে শহরের টাউন হলে প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার, ননক্যাডার ও ফাংশনাল সার্ভিস) সমন্বয় কমিটি খাগাছড়ি জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এস এম ফারুক হোসেন, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নিশিত নন্দী মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক যুগল পদ দে, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. শেখ আব্দুল হান্নান, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহ আলমগীর প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে তাদের যোক্তিক চাহিদা পূরণ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।