ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে স্কুলছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
নোয়াখালীতে স্কুলছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে স্কুলছাত্র ইব্রাহিম (১৪) হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এএমএম মোরশেদ খান এ রায় দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বাদশা আলম, ইউসুফ ও মনসুর মুন্সি।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, ২০১২ সালে জেলার সদর উপজেলার দাদপুর গ্রামে বদু মিয়ার ছেলে স্কুলছাত্র ইব্রাহিমকে জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ইব্রাহিমের বাবা বদু মিয়া বাদী হয়ে সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘদিন ধরে তদন্ত ও আদালতের শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে এ মামলা রায় দেন।

বিবাদী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।