সিলেট: সিলেটে ৬ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে প্রকৃচি-বিসিএস, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস জেলা ও বিভাগীয় ইউনিট।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত প্রতিবাদ সমাবেশে পে-স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল, উপজেলা পরিষদে কর্মকর্তাদের বেতন ভাতা দিতে নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) স্বাক্ষরের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।
অধ্যাপক ড. মো. নেছাওর মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান জনবান্ধব সরকার যখন বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের উদ্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তখন প্রশাসন ক্যাডারের কিছু কর্মকর্তা সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে।
এছাড়া বেতন স্কেল থেকে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ দেওয়া এবং উপজেলা পরিষদকে কার্যকর করার নামে ইউএনওকে একক কর্তৃত্ব প্রদানের মত সার্কুলার জারি করায় উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা অসম্মানিত বোধ করছেন বলে মনে করেন বক্তারা। এতে কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে অসন্তোষও সৃষ্টি হয়েছে।
ঘোষিত বেতন স্কেল থেকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ায় এটি একটি বৈষম্যমূলক বেতন স্কেলে পরিণত হয়েছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, এ বৈষম্য আমলাতান্ত্রিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।
তারা বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে শুরু করে সচিব/সিনিয়র সচিব পর্যন্ত সংশ্লিষ্ট ক্যাডার থেকে পদায়নের মাধ্যমে কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে হবে। বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। উপজেলায় ইউএনও এর একক কর্তৃত্ব বাতিলসহ আন্তঃক্যাডার বৈষম্য দূর করে সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদান করতে হবে।
৮ই নভেম্বরের মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে জানান বক্তারা।
সহকারী অধ্যাপক শাহ শহীদুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি, সিলেট জেলা সভাপতি ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল ইসলাম, কমিটির সাধারণ সম্পাদক স্বাচীপ নেতা মো. আজিজুর রহমান রোমান, প্রকৃচি-বিসিএস সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির ডা. আবু সাইদ আবদুল্লাহ মুকুল, মো. নজরুল ইসলাম বিসিএস (শিক্ষা) এমসি কলেজ, ডা. সুব্রত রায়, ফকরুল আলম, বিসিএস (তথ্য) বাসনা আক্তার, বিসিএস (প্রাণিসম্পদ), মাজহারুল ইসলাম, বিসিএস (শিক্ষা), ইসলাম উদ্দিন, বিসিএস (শিক্ষা), সিলেট জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাদিরা সুলতানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘন্টা, নভেম্বর ০৫, ২০১৫
এনইউ/আরএ