ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে রাস্তা প্রশস্তের কাজ উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
সিলেটে রাস্তা প্রশস্তের কাজ উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: মহানগরীর জালালাবাদ এলাকাবাসীর এক যুগের দাবি পূরণ হলো। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রচেষ্টায় জালালাবাদ রাস্তাটি প্রশস্ত করার কাজ শুরু করেছে সিলেট সিটি করপোরেশন।



বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর ২টার দিকে অর্থমন্ত্রী জালালাবাদ আবাসিক এলাকার রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন।

বহু বছর ধরে উপেক্ষিত এলাকাবাসীর দাবিকৃত এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ১ কোটি টাকা। বর্তমানে সড়কটি প্রশস্ত রয়েছে ১৩ ফুট। আরও ৬ ফুট বাড়িয়ে ১৯ ফুট করা হবে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

প্রকল্পের আওতায় ২৫০ মিটার ড্রেন নির্মাণ ও ৫০০ মিটার দেয়ালও তৈরি করে দেওয়া হবে বলেও জানান তিনি।
 
এদিকে, উদ্বোধন উপলক্ষে স্থানীয় আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সময়ের দাবি অনুযায়ী সিলেট সিটি করপোরেশন এলাকায় রাস্তা প্রশস্ত করার প্রয়োজনীয়তা রয়েছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, আওয়ামী লীগ নেতা এম এ হান্নান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মো. ইলিয়াছুর রহমান, রকিবুল ইসলাম ঝলক, আজাদুর রহমান আজাদ, তৌফিক বকস ছাড়াও সিসিকের প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত নুর আজিজুর রহমান, সাবেক কাউন্সিলর জেবুন্নাহার শিরীন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।