লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা যুবলীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, সাংগঠনিক সম্পাদক রফিক চৌধুরী লক্ষ্মীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব।
কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হিরণের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সহ সভাপতি জিয়া উদ্দিন ফারুক, কফিল উদ্দিন বিপ্লব, গিয়াস উদ্দিন মোল্লা, শহিদ উদ্দিন লিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বাপ্পি, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সাগর ও প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাত রাজু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
পিসি/