ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গ্রিন মাইন্ড সোসাইটির উদ্যোগে ৫৫নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
গ্রিন মাইন্ড সোসাইটির উদ্যোগে ৫৫নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মসূচি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: ‘এলাকা আমার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার’ এই স্লোগানে রাজধানীর কামরাঙ্গীর চরের ৫৫নং ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন মাইন্ড সোসাইটি।

শুক্রবার (০৬ নভেম্বর) সকালে কামরাঙ্গীর চরের জাউলাহাটি চৌরাস্তা থেকে শুরু করে নয়াগাঁও পর্যন্ত রাস্তার দুই ধারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম। গ্রিন মাইন্ড সোসাইটির প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক এ কর্মসূচিতে অংশ নেন।
 
এ সময় জনসচেতনতামূলক বক্তব্য দেন, গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান মাসুদ, সহ-সভাপতি এ কে মজনু, ফ্রেন্ডস ফোরাম বুড়িগঙ্গার সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবু সাইদ, প্রচার সম্পাদক কামরুজ্জামান উজ্জল, পশ্চিম রসুলপুর ওয়েলফেয়ার সোসাইটির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মাতিন, সাংবাদিক এম এ রব রনি, বাংলাদেশ যুব সমিতির সভাপতি এস কমরুন, অ্যাডভোকেট মাহবুবুল আলম, সমাজসেবক জাহাঙ্গীর আলম, উইনার পাবলিক স্কুলের পরিচালক রুহুল আমিন, ব্যবসায়ী ওমর ফারুক, পপুলার স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শামসুদ্দিন শামীম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।