হোম ফেস্ট প্রাঙ্গণ থেকে: আধুনিক ও দৃষ্টিনন্দনভাবে ঘর সাজাতে আসবাবপত্রের সব ধরনের উপকরণের সমাধান দিচ্ছে আম্বার বোর্ডস। সঙ্গে রয়েছে ঘরের ফ্লোর সাজাতে ১৬টি রঙের তৈরি লেমিনেট ফ্লোরিং।
এছাড়া বাংলাদেশে এই প্রথম উড প্লাস্টিক কম্পোজিশন তৈরি করেছে আম্বার বোর্ডস। যা সুইমিং পুলের ডেকিং, গার্ডেন লন, গার্ডেন ফার্নিচার, ওয়াক ওয়েসহ সব আউটডোরে ব্যবহার করা যায়।
আম্বার বোর্ডস’র আধুনিক ও উন্নতমানের যাবতীয় পণ্যে গুণগত মানের দিক বিবেচনা করে দেওয়া হচ্ছে মানিব্যাক গ্যারান্টি।
শুক্রবার (০৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি, বসুন্ধরায় দুই দিনব্যাপী চলমান হোম ফেস্ট ঢাকা ২০১৫’তে আম্বার গ্রুপের আম্বার বোর্ডসের স্টলে খোঁজ নিয়ে পাওয়া গেলো এ তথ্য। মেলার গুলনকশা হলের মূল দরজা পার হয়েই হাতের বাম পাশে স্টলটি।
আম্বার বোর্ডস’র পণ্যের সমাহারের মধ্যে অন্যতম হলো প্লেইন পার্টিকেল বোর্ড (জুটেক্স), ভিনিয়ার বোর্ড (ভেনিটেক্স), মেলামাইন বোর্ড (মেলা টেক্স), দরজা, চৌকাঠ, লেমিনেট ফ্লোরিং, উড প্লেক্স এবং এজিং।
আম্বার বোর্ডস’র পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ আক্তারুজ্জামান বাংলানিউজকে বলেন, গুণগত মানসম্মত পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই আমাদের পথচলা। এছাড়া সামর্থ্য অনুযায়ী গ্রাহকরা যেন এসব পণ্য কিনতে পারেন এ বিষয়টিও আমরা প্রাধান্য দিচ্ছি। এর সঙ্গে রয়েছে আফটার সেলস সার্ভিস ও দীর্ঘ সময়ের জন্য গ্যারান্টি।
তিনি বলেন, প্রতিটি পণ্যেই রয়েছে নতুনত্বের ছোঁয়া। এসব পণ্য দিয়ে আধুনিক ও উন্নত নকশায় আসবাবপত্র তৈরি করতে পারবেন গ্রাহকরা। যার ফলে অল্পসময়ে আম্বার বোর্ডস’র পণ্যগুলো গ্রাহকদের মন জয় করে নিয়েছে।
শুরুর দুই বছরেই বোর্ডের দিক দিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি, যোগ করেন তিনি।
স্টল সূত্র জানায়, প্লেইন পার্টিকেল বোর্ড (জুটেক্স) ভিনিয়ার বোর্ড (ভেনিটেক্স) ও মেলামাইন বোর্ড (মেলাটেক্স) দিয়ে ঘরের ফলস সিলিং, পার্টিশন, আলমারি, ওয়্যারড্রব, কিচেন ক্যাবিনেট, ওয়াল কেবিনেট, শোকেস, বুক সেলফ, খাটসহ ঘর সাজাতে যাবতীয় আসবাবপত্র তৈরি করা যায়। এছাড়াও অফিস আসবাবপত্রও তৈরি করা যায় এগুলো দিয়ে।
আম্বার বোর্ডের ফ্লাশ দরজাগুলো খুবই টেকসই ও দৃষ্টিনন্দন। আধুনিক মানের নকশায় তৈরি এসব দরজা সবসময় (বৃদ্ধি বা সঙ্কোচন হয়না) একইরকম থাকে। দরজাগুলোর লিপিংয়ের কাঠগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট ও সিজন করা হয়। একমাত্র এ প্রতিষ্ঠানের পক্ষ থেকেই ১০ ফিট উচ্চতার দরজা সরবরাহ হচ্ছে। মজবুত এ দরজাগুলো নিয়ে বাড়তি কোনো চিন্তা করতে হবে না গ্রাহকদের।
আম্বার বোর্ডস জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন) মো. আক্তারুজ্জামান বলেন, পণ্যের গুণগত মান এবং ভালো সেবার কারণেই একটি ভালো ব্র্যান্ড হিসেবে অল্পসময়ের মধ্যে আম্বার বোর্ড বাজারে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।
স্টলে গিয়ে দেখা যায়, আম্বার বোর্ড’স এর স্টলটি আসবাবপত্রের বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো হয়েছে। দর্শনার্থীদের বিভিন্ন তথ্য সরবরাহ করছেন স্টলের কর্মীরা।
স্টলের কর্মীরা জানান, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে আম্বার বোর্ডস আসবাবপত্রের বিভিন্ন উপকরণ নিয়ে যাত্রা শুরু করে। এছাড়া হোম ফেস্টের প্রতিটি স্টল আম্বার বোর্ডস দিয়ে আধুনিক নকশায় তৈরি করা হয়েছে।
উইন্ডমিলের আয়োজনে দুই দিনব্যাপী মেলার শেষ দিন শনিবার (০৭ নভেম্বর)।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
একে/জেডএস
** ঘর সাজাতে আড়ংয়ের পণ্য
** ঘর সাজানোর উপকরণ নিয়ে শুরু ‘হোম ফেস্ট’