ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শোষণের জাঁতাকলে পড়ে শ্রমিকশ্রেণী নিঃস্ব হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
শোষণের জাঁতাকলে পড়ে শ্রমিকশ্রেণী নিঃস্ব হচ্ছে ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে নিরীহ মানুষের জীবনের নিরাপত্তা নেই আর শোষণের জাঁতাকলে পড়ে নিঃস্ব হচ্ছে শ্রমিক শ্রেণি। ক্ষমতা আর গদিতে শুধু লুটেরাদের ভিড়- এজন্য প্রয়োজন গণবিপ্লব।


 
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ আয়োজিত কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে এমন মন্তব্য করেন বক্তারা।
 
সম্মেলনে সভাপতির বক্তব্যে গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খান বলেন, কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। সাধারণ মানুষ নিরাপদে পথ চলতে পারছে না। মুক্ত চিন্তার মানুষদের খুঁজে খুঁজে হত্যা করা হচ্ছে। ফ্যাসিবাদ তীব্র হচ্ছে। বাড়ছে শোষণের হাতিয়ার-এমন অবস্থার পরিত্রানে গণবিপ্লব গড়ে তুলতে হবে।
 
সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা, শ্রমজীবী সংঘের সভাপতি জাফর হোসেন, ইউপিডিএফ নেতা মিঠুন চাকমা প্রমুখ।
 
বক্তারা গণশক্তি গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 
সম্মেলনে ঢাকাসহ সারাদেশ থেকে শতাধিক জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের নেতাকর্মী অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।