লক্ষ্মীপুর: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা শাখার কাউন্সিল ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজ মিলনায়তনে এ কাউন্সিলের আয়োজন করা হয়।
কমলনগর উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
কমলনগর উপজেলা জেএসডি’র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেএসডি নেতা অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, আবদুল জলিল, অধ্যক্ষ শাহাদাত হোসেন, অধ্যাপক মহবুবুর রহমান স্বপন, আবুল হাসেম মোল্লা, আকবর হোসেন, আনোয়ার কবির মানিক, গিয়াস উদ্দিন, খোরশেদ আলম, হাজী নজির আহাম্মদ, হারুনুর রশিদ ডিলার, কামাল হোসেন দেওয়ান ও এবিএম বাবুল মুন্সি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
পিসি/