ঢাকা: রক্তদান ও চক্ষুদান সেবা পরিচালনার সুবিধার্থে তহবিল সহযোগিতা চায় সন্ধানী, যাতে প্রয়োজনীয় প্রযুক্তি সামর্থ্য লাভ করা যায়।
শুক্রবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের নেতারা এ দাবি তুলে ধরেন।
পরিষদের সভাপতি ফেমাস উদ্দীন চয়ন লিখিত বক্তব্যে বলেন, একটি ব্লাড ব্যাংকের পরিকল্পনা রয়েছে আমাদের। এর জন্য প্রয়োজন প্রযুক্তিগত উৎকর্ষ।
এছাড়াও অন্য সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন বিশাল তহবিলের। এ ব্যাপারে আমরা সবার সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ১২ লাখের বেশি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। যাদের অধিকাংশই কর্নিয়ার অস্বচ্ছতাজনিত কারণে দেখতে পান না। মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব। মৃত্যুর পরে ৪ থেকে ৬ ঘণ্টা কর্নিয়া সজীব থাকে। সেটি অন্য কারও অন্ধত্ব ঘোঁচাতে পারে। ধর্মেও কোনো বাধা নেই।
চয়ন বলেন, সারাদেশে বিভিন্ন জেলায় সন্ধানীর ২৪টি ইউনিট কাজ করছে। রক্ত দিয়ে জীবন বাঁচানো ও চোখ দিয়ে পৃথিবীর আলো দেখানোর বিষয়ে আমরা সবাইকে উৎসাহিত করি। সে সঙ্গে তহবিল বাড়িয়ে এ সেবাটি আরও বেশি করে মানুষের দ্বারপ্রান্তে নেওয়া সম্ভব। এ বিষয়ে বিত্তবানরা এগিয়ে এলে সমাজের উপকার হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহ-সভাপতি ডা. জয়নাল আবেদীন, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসকেএস/এএ