ঢাকা: তিন দিনের নেদারল্যান্ডস সফরের পর শুক্রবার সন্ধ্যায় ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
এর আগে অ্যামাস্টারডাম থেকে ইতিহাদের একটি ফ্লাইটে আবুধাবি পৌঁছে সেখানে যাত্রাবিরতি করে দেশের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।
গত ৩ নভেম্বর মঙ্গলবার নেদারল্যান্ডসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে এটি ছিলো তার দ্বি-পাক্ষিক সরকারি সফর। সফরকালে প্রধানমন্ত্রী সেদেশর রানি ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় দ্বি-পাক্ষিক সম্পর্কের অন্তত চারটি চুক্তি স্বাক্ষর হয়। সেখানে একাধিক প্রকল্পও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
** নেদারল্যান্ডসে টমেটো খামার ও সংরক্ষণাগার ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
** বিনিয়োগ নীতিতে আমরা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উদার
** ডেল্টা প্ল্যান বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস
** তাকলাগানো অর্থনৈতিক অগ্রগতিতে ডাচ রানির প্রশংসা
** বাংলাদেশ-নেদারল্যান্ডস ৪ দলিল সই
** আরো ডাচ বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
** ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সহযোগিতা করবে নেদারল্যান্ডস
বাংলাদেশ সময় ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এমএমকে